Header Ads

Header ADS

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির ১০টি নাটক

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির ১০টি নাটক ৩০ মিলিয়ন ক্লাবে এন্ট্রি নিয়েছে। নাটকগুলো হচ্ছে:



১. শ্বশুরবাড়িতে ঈদ (৬১ মিলিয়ন)

২. মামার বাড়ি (৪৯ মিলিয়ন)

৩. সংসার আমার ভাল্লাগেনা (৪৮ মিলিয়ন)

৪. চাচা ভাতিজা জিন্দাবাদ (৪৪ মিলিয়ন)

৫. গরীবের বড়লোক চাকর (৪০ মিলিয়ন)

৬. বিপদে পড়ে বিয়ে (৩৮ মিলিয়ন)

৭. দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই (৩৮ মিলিয়ন)

৮. বান্ধবীর ভাই (৩৮ মিলিয়ন)

৯. হবু ঘর জামাই (৩৩ মিলিয়ন)

১০. আমরা গরীব (৩৩ মিলিয়ন)

উল্লেখ্য, ৪০ মিলিয়ন ক্লাবে কোনো জুটিরই একাধিক নাটক নেই, সেখানে এই ক্লাবে নিলয় হিমি জুটির পাঁচটা নাটক আছে! অন্যদিকে ৩০ মিলিয়ন ক্লাবের দশটা নাটকের মধ্যে আটটি নাটক NAF এর, একটা নাটক LBC আর একটা নাটক Visualscene এর। এছাড়া নয়টা নাটকের পরিচালক মহিন খান, একটা নাটকের পরিচালক নাজমুল রনি। সত্যি বলতে নিলয় হিমি জুটির সাথে মহিন খান আর নাফের রেকর্ড এক কথায় অবিশ্বাস্য, সামনে এ কম্বো থেকে আরো ভালো কাজের অপেক্ষায় আছি।

কোন মন্তব্য নেই

Apni Ki Bangla Natok,and Music Video Te Ovinoy Korte Chan?

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.