গান : আমি তোর বন্ধু হতে চাই
গীতিকার : ইলিয়াস সানি
আমি তোর বন্ধু হতে চাই
যদি তোর অনুমতি পাই, (2বার)
তুই আমার আমি যে তোর, (2বার)
আর তো কেহ নাই..
আমি তোর বন্ধু হতে চাই
যদি তোর অনুমতি পাই..
রিক্সা করে ঘুরবো মোরা ঢাকা শহরে
মাঝে মাঝে ফুচকা খাবো লাভরোডে গিয়ে, (2বার)
নিন্দুকেরা জলবে সবাই, নিন্দুকেরা জলবে সবাই
পুইরা হবে ছাই..
আমি তোর বন্ধু হতে চাই যদি তোর অনুমতি পাই,
দুজন মিলে দেখবো ছবি বলাকা হলে
লংড্রাইভে যাব মোরা মোটরসাইকেলে,(2বার)
দেশবাসী বলবে সবাই,দেশবাসী বলবে সবাই
ওদের জুড়ি নাই…
আমি তোর বন্ধু হতে চাই যদি তোর অনুমতি পাই,
রাত্রে ডিনার করতে যাব সোনারগাঁয়
ডিনার শেষে যাবো মোরা বন্ধুদের আড্ডায়
সবাই মিলে করব মজা,সবাই মিলে করব মজা
যা খুশি তাই..
আমি তোর বন্ধু হতে চাই যদি তোর অনুমতি পাই,
আমি তোর বন্ধু হতে চাই
যদি তোর অনুমতি পাই, (2বার)
তুই আমার আমি যে তোর, (2বার)
আর তো কেহ নাই..
আমি তোর বন্ধু হতে চাই
যদি তোর অনুমতি পাই..
Post a Comment
Apni Ki Bangla Natok,and Music Video Te Ovinoy Korte Chan?