অভিনয় সংক্রান্ত কিছু টিপস
✿অভিনয় সংক্রান্ত কিছু টিপস✿
✿✿শুটিং পূর্ব টিপসঃ✿✿
১। স্ক্রিপ্ট পড়ুনঃ অভিনয়ের সর্ব প্রথম
স্টেপ হল আপনাকে স্ক্রিপ্ট মন দিয়ে পড়তে
হবে। (মঞ্চে অভিনয়ের ক্ষেত্রেও
প্রযোজ্য)।
২। ডিরেক্টরের সাথে কথা বলুনঃ
ডিরেক্টরের সাথে চরিত্র নিয়ে
খোলামেলা আলোচনা করুন। চরিত্রটি বুঝে
নিন এবং ডিরেক্টর আপনার কাছ থেকে কি
কি এক্সপেক্ট করছে তাও জেনে নিন।
৩। চরিত্র বিশ্লেষণঃ স্ক্রিপ্টের চরিত্রের
নাম কি? সে কোথায় থাকে? কিভাবে কথা
বলে? তার পারিপার্শ্বিক অবস্থা কি? তার
পোশাক কেমন? তার আচরণ কেমন? ইত্যাদি
আদ্যোপান্ত সবকিছু চরিত্র সম্পর্কে
বিশ্লেষণ করুন। প্রয়োজনে ডিরেক্টরকে
বারংবার বিরক্ত করুন ।
৪। চরিত্র ধারণঃ চরিত্রটি নিজের মাঝে
ধারণ করুন এবং লালন করুন। নিজেকে উক্ত
চরিত্রে কল্পনা করুন। চরিত্রের
চাহিদানুযায়ী কথা বলুন এবং পোশাক
পরিধানের চেষ্টা করুন।
৫। লোকেশন ভ্রমণঃ সম্ভব হলে শুটিং স্পট
ঘুরে আসুন শুটিং এর আগেই। এতে করে
চরিত্র ধারণে সুবিধা হবে।
৬। কো-অ্যাক্টরদের সাথে সাক্ষাৎঃ শুটিং
এর আগে যদি কো-অ্যাক্টরদের সাথে
বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি করতে পারেন,
তাহলে উপকৃত হবেন।
৭। প্রপস সম্পর্কে ধারণাঃ শুটিং এ কি
প্রপস ব্যবহার করতে হবে সে সম্পর্কে
ধারণা রাখুন। প্রয়োজনে সেই প্রপস নিয়ে
রিহার্স করুন।
৮। রিহার্সেল বা প্রি-শুটিং: আমাদের
দেশের পরিচালকেরা সাধারণত রিহার্সেল
বা প্রি-শুটিং এর প্রয়োজনীয়তা অনুভব
করেন না অথচ ভাল অভিনয়
এবং ভাল মেকিং এর জন্য রিহার্সেল /
প্রি-শুটিং আবশ্যক। পরিচালক সে ধরণের
ব্যবস্থা না রাখলে আপনাকে নিজে
নিজেই রিহার্স করতে হবে। শুধু ডায়ালগ
ডেলিভারি ই রিহার্স করবেন না, বডি
মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, ভয়েস
এক্সপ্রেশন ইত্যাদি সব কিছু রিহার্স
করবেন। ফেসিয়াল এক্সপ্রেশন প্র্যাকটিস
করার জন্য আদর্শ হচ্ছে আয়নার ব্যবহার।
সবচেয়ে ভাল হয় যদি বড় কোন আয়নার
(মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় এমন)
সামনে রিহার্স করেন। রিহার্সেলে নিজে
সন্তুষ্ট হলে এবার নিজস্ব ক্যামেরায়
ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে এক্সপ্রেশন
চেক করুন। ক্যামেরাতেই রেকর্ড করতে হবে
এমন কোন কথা নাই, আপনার কম-দামী
ঝাপসা মোবাইলেও ভিডিও রেকর্ড করতে
পারেন, ধন্যবাধ আন্তে মোঃ ইলিয়াস সানি ।